T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় শর্মিলা ঘোষ
by
·
Published
· Updated
ধুলামন্দির
প্রতি বৈশাখে লাবন্য চোখের জলে ভেসে যায় ,
রবি ঠাকুর কত প্রেম দিয়েছো প্রাণে সুধারসে সিক্ত,
বিবর্ণতার স্নেহ ছায়া জুড়ে বেঁচে থাকে মুহূর্তরা ,
ধূপ ধুনো চন্দনের আবেশে,
রচনাবলীর সব শব্দ, সব বাক্যরা ছুঁয়ে আছে তোমার চরণ,
হদয়ের আসনে আছে গান ও কবিতারা,
নির্ঝরের স্বপ্নভঙ্গের মতো আমি বাদামী মলাটে খুঁজেছি আশ্রয়, রাতের হ্যালোজেন জ্বললে রূপনারায়নের কূলে ভাসিয়েছি নাও,
প্রজাপতি রঙের ইচ্ছেরা আমার দিনের শেষ ছায়াটুকুর মধ্যে মিলিয়ে যায়,
কবি তুমি রক্তকণিকার মধ্যে তোমার সৃষ্টির পথ দেখাও,
আমি রক্তকরবীর নন্দিনী হয়ে অসীম আকাশে বেদনা বিছিয়ে রাখি,
ধুলামন্দির প্রথম ঘুম ভাঙা প্রভাতের মতো শান্ত অমরাবতী।