T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় দেবীকা মিস্ত্রী
by
·
Published
· Updated
রবির আলো
“সহজপাঠ”এ আলাপ হল
“জনগণমন-অধিনায়ক”এ পরিচয়,
অচেনা বৈশাখের এক নতুন সকালে
ছেয়ে গেলে তুমি বিশ্বময়।
“গীতাঞ্জলি”তে ব্যাকুল হয়ে
কৃষ্ণচূড়ায় ফুল ধরে,,
“চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির” শেখালে তুমি,
“নাইট” উপাধি ত্যাগ করে।
“শিশু”তে সব উত্তর পেয়ে
ডানা মেলেছিল শৈশব
তোমার কলমে জীবন গড়ে
শুনতে পাই,
কত না জানার কলরব।
“চোখের বালি”তে বিলীন হয়ে
পা দিয়েছি যৌবনে
“আমার পরাণ যাহা চায় তুমি তাই”
বেজে ওঠে মনের কোণে।
“রক্তকরবী”, “গোরা” সবই এখন আপন
“ভানুসিংহ” তুমিই রবি
কেড়ে নিয়েছো সবার মন।
“শেষের কবিতা” নাম হলেও
তোমার প্রতিভার নেইকো শেষ
গত দশ যুগ পরেও
রয়ে যাবে,
তোমার কলমের রেশ।।