• Uncategorized
  • 0

T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় শঙ্খশুভ্র পাত্র

পঁচিশে বৈশাখ

স্মরণাতীত এই পঁচিশে বৈশাখ : মুগ্ধ প্রণাম
যা কিছু লিখেছি ওই ঝড়-জল, দহননিদাঘ
এই শান্তি, কারও মনে আঁকে যদি ফুলের পরাগ
এর থেকে ভালো কিছু হয় নাকি ? যশোকাঙ্ক্ষা,নাম
শ্রাবণে কে আর চায়, হৃদয়ের অশ্রু-দীর্ঘশ্বাস
দিঘি হতে হতে এক অত্যাশ্চর্য নিকানো উঠোন…
শতপদ্ম বিকশিত, ঢেউজন্ম, লেখার জীবন
একটি ডিঙিতে ভেসে কোথা যায় ? দূরের আকাশ
সব জানে ৷ প্রাত্যহিক ৷ উদয়াস্ত ৷ বেজে ওঠে শাঁখ…
শ্রাবণ তো দুই চোখে, বুকে রবি, পঁচিশে বৈশাখ ৷
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।