• Uncategorized
  • 0

T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় সায়নী ব্যানার্জী

প্রণমী

তোমার সাজানো আকাশে
আমরা চাদর বিছিয়ে বসি-
কষ্টের না বলা শব্দদের ঘর বানাই,
বাঁচার প্রতি মুহূর্তে তোমার আকাশ
গায়ে মেখে ঘুমোই
আমরা সহস্র কোটি মানুষ l
বিষ দাঁতের দংশনে অন্তমিলের
আশায় হেঁটে চলি মাইলের পর মাইল l
কবিতায়, সুরে, ভাবনায় শুধু তুমি তুমি
পাগলামিতে আমাদের উঠোন নিকোই-
স্বপ্ন দেখি –
রং আনি –
বসন্ত জাগাই –
সহস্র দেশবাসীর ঘরে গড়ে ওঠে
ছোট ছোট শান্তিনিকেতন…ll
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।