T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় জয়ন্ত চট্টোপাধ্যায়
by
·
Published
· Updated
রবিঠাকুর
তোমার নামে ছন্দ-ছড়ার বান ডেকে যায় রবিঠাকুর
তোমার গানে প্রাণ ভরে যায় মৌনমুখে খুশির ঝিলিক।
অবাক চোখে ফুটতে দেখি আলোর মালার উজ্জ্বলতা
সবুজগাছের পাতার ফাঁকে ঠিকরে পড়ে রোদের সোনা।
সব বোশেখের পঁচিশ এলেই দিকে দিকে শঙ্খ বাজে
তোমার পুজোর আনন্দে সব মেতে ওঠে দিনের কাজে।
তোমার জন্য প্রবীণ-নবীন তোমার জন্য কচি-কাঁচায়
তোমার জন্য কিশোর প্রাণে গর্ব জাগে বুকের খাঁচায়।
তোমার গানে কথায় সুরে কাব্যকথা আলোচনায় গল্প পাঠে
তোমার নৃত্যনাট্যে মেতে বালিকাদল বাঁধনহারা মনের হাটে।
তপ্ত তপন সঙ্গে আসে তুমি রবি বৈশাখেতে আগুন জ্বালাও
ঝড় আসে এক দামাল শিশু জীর্ণ পাতার বিসর্জনে কৃষ্ণচূড়া-চাঁপা ফোটে
গন্ধ ছোটে সন্ধ্যকালে তোমার গানে তোমার গানে
বঙ্গজনার প্রাণের গুরু ভারতবাসীর আপন বিভা
বিশ্বজনার প্রিয় তুমি রবিঠাকুর রবিঠাকুর !