• Uncategorized
  • 0

T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় মণিমালা চ্যাটার্জী

জাগে নবারুণ…

জাগে নবারুণ রক্তিম রাগে উদার ঊষার
বিশ্বপট মাঝে ,
প্রথম প্রভাত -কিরণ স্পর্শে প্রকৃতি নিত্য
নবরূপে সাজে।
রবিকর স্নাত কোমল কমলকলি মেলে দিয়ে
দল, হয় শতদল।
সূর্যের প্রতীক্ষার তপস্যা সূর্যমুখীর হয়
যে সফল।
পত্রে , পুষ্পে , বৃক্ষশাখে, শ্যামলিমায় ; তপ্ত
কিরণ ঢালে স্বর্ণ মদিরা।
আমোদিত সব পক্ষীকুল বিজন বনে কূজনে
আপন হারা ।
মুক্তা সদৃশ শিশিরের কণা ঘাসের আগায়
করে ঝলমল।
সরোবরে ,নদীতে আলোর খেলায় মাতে
জল ছলছল।
সুপ্ত নিথর জীবনে জেগে ওঠে প্রাণ
নিশা অবসানে।
প্রতিটি জীবনের নবজন্ম হয় উষ্ণ, দীপ্ত
তপন কিরণে।
মধুকরের গুঞ্জন,ভ্রমরের গুনগুন গায়
পুষ্প পরাগে চুম্বন।
নীলাকাশে পাল তোলা মেঘের সাদা ভেলায়
ভাসে সমীরণ।
অরুণ তপন ঢালে কিরণ সুধাধারা এ
বিশ্ব চরাচরে।
অনন্ত দিকচক্রবালে অরুণ রথ যেন পারায়
আকাশ পারাবারে।
সোনালী আলোয় ধানের ক্ষেতে ঢেউ জাগে
যেন স্বর্ণালী প্লাবন।
ফলে,ফুলে শস্য শ্যামলে কিরণ ধারা ছড়ায়
সুখের স্বপন।
হে ধরিত্রী ! জাগো নবজীবনে নব দিব্য
অরুণকান্তিতে।
হে মানব! বন্দন করো সবে মহা জ্যোতি প্রভা
নিত্য আনন্দেতে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।