• Uncategorized
  • 0

T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় তপন তরফদার

অ-শান্তিনিকেতন

শান্তি প্রতিষ্ঠার পথ প্রর্দশক কবিগুরু আজফিউশনের জারকে তুমি জর্জরিত। এখনশুধু পটে আঁকা ছবি নও, বিকিয়ে গেছ ডলারে।
তোমার ব্রহ্মচর্য্যের ছাতিমতলার উপাসনার মাটি
অবহেলিত, পলাশের পাপড়ি পায়ে পায়ে পদদলিত
কথায় কথায় তোমার কথা বলি – আদর্শ মানিনা।
শরীরের শিরা উপশিরায় অনুভবের আবেশে
দ্যুতিগন্ধ ভরা নিঃসাড় চেনা-অচেনার
ঝরাপাতার শব্দ – শুধুই আমির আমি।
প্রাণেতে প্রতিষ্ঠা করার এই তো মাহেন্দ্রক্ষণ
চোখ ধাঁধানো আলোর অন্ধকার নয়
চাই, উজ্জ্বল রবির কিরণ – আনো সর্বত্রই।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।