T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় রোনক বন্দ্যোপাধ্যায়
by
·
Published
· Updated
শ্রাবণের রবি
কালের অমোঘ নিয়মে ঘুরে চলেছে ঋতুচক্র,
রুদ্রের নির্দেশ উপেক্ষা করে আজ কে দাঁড়িয়ে শ্রাবণের পান্থপথে,
বিক্ষেপিত তরঙ্গ আছড়ে পড়ে কুসুমবনে;
স্থবির স্ফটিক জলে সোনালী আভার সমাপতন,
মর্মর বাঁশির সুরে উজ্জীবিত মরুচ্ছ্বাস,
এক তন্দ্রাচ্ছন্ন ভোরে পেঁজা তুলোর মতো ভেসেছে স্মৃতিরা,
প্রতিবার বৃষ্টিতে চেতনায় বিদ্যুৎ খেলে যায়,
অনন্ত যৌবন নয়নতারার মতো ফুটে আছে পাঁচিলে,
সন্ধ্যার সপ্তর্ষিমন্ডলে উজ্জ্বল নক্ষত্রের সিংহাসন,
বয়ঃসন্ধিতে পুণ্যস্বরূপ সোনাঝুরির মঞ্জরী ঝরে পড়ে,
একাকি নিরালায় প্রবাহিত সুবর্ণরেখার বুকে ফিরে আসে বসন্তপুরুষ,
চাতকের সুদীর্ঘ অপেক্ষায় মুক্তাবিন্দুর আর্শীবাদ,
মাঠের আলপথে,জানলার কাঁচে,গ্ৰামের কুঁড়েঘরে বৃষ্টিফোঁটার সখ্যতা নিয়ে ফিরে আসে রবি,
শ্রাবণের দানায় দানায় তার প্রশ্বাস চিরস্থায়ী,
প্রকৃতিতে সুগন্ধি ছড়িয়ে পড়লে আবারও ছায়াপথে বিলীন হয়ে যায়
ত্রিস্তরীয় অস্তিত্বের প্রমাণ সংরক্ষিত মহাকালের ডায়রীর পাতায়।