• Uncategorized
  • 0

কাব্যক্রমে দেবারতি গুহ সামন্ত

১| ওগো প্রিয়তমা

তোমার ঘন কালো চুলের থেকে গড়িয়ে আসা ফোঁটা ফোঁটা জল,
সিক্ত কপালে ছোট্ট একটা লাল টিপ,
সেই সুগন্ধিটা,যেটা তোমার ছিল খুব প্রিয়,
বেলিফুলের সুবাসে ভরিয়ে দিত মন,
কি করে ভুলে যাই বলতো?
তোমার সুমিষ্ট গলায় গান,
ঝরনার মত কলকলিয়ে উঠতে হাসিতে,
রাগের মধ‍্যেই লুকানো থাকত অনুরাগ,
আর অসাধারণ হাতের রান্না,
কি করে ভুলে যাই বলতো?
বিধাতার যে সইলো না তর,
তাইতো তোমায় ডেকে নিল তাঁর কাছে,
হারিয়ে যাওনি তুমি,ওগো প্রিয়তমা,
রয়েছ আমার হৃদয়ের সিংহাসনে,
ভুলে যেতে পারিনি তোমায় আজো।

২| দুঃখীদোল

লাল নীল আবিরের মাঝে হালকা প্রেমের ছোঁয়া,
ছড়ানো গুলালের মিষ্টি আদরে বইছে দখিন হাওয়া।
ঠান্ডাইয়ের শরবতে মিশে যাচ্ছে অল্প ভাঙের নেশা,
মতিচুরের লাড্ডুতে মিষ্টিমুখের সুখে চোখদুটো ভাসা ভাসা।
বসন্তের খুশী খুশী আগমনের মাঝে ভাসে করুণ রাগিণীর সুর,
মধুর স্মৃতিতে দাগ কেটে যাওয়া কষ্টরা অশ্রুজলে ভরপুর।
কোন দূর সীমান্তে অপেক্ষারত জওয়ানের ঘরে ফেরার প্রতীক্ষা,
প্রিয় মানুষটার উষ্ণ আলিঙ্গনের আশায় মনের মাঝে গোপনীয়তা রক্ষা।
কিছু বেদনাদায়ক দোলের স্মৃতি দুঃখী মাকে দেয় পীড়া,
এই দিনেই ধর্ষিত মেয়ের মায়ের মরণকান্নায় কেঁপেছিল সমগ্র পাড়া।
কোন ধনীর দুলালির হৃদয়ভঙ্গের কারণে দরিদ্র প্রেমিক আজো ক্রন্দনরত,
আনন্দের সাথে হোলির রঙ কখনো কখনো নাড়া দেয় পুরোনো ক্ষত।

৩| মুঠোফোনের মুখ

মুঠোফোনের কি যেন এক অমোঘ আকর্ষণ,
ধীরে ধীরে গ্রাস করে ফেলছে সকলকে।
সঙ্গীবিহীন একাকিত্বের জীবনে মুঠোফোনটাই পরম বন্ধু,
এক মুহুর্ত চোখের আড়ালে আনচান মনটা।
বিশাল দুনিয়ায় প্রবেশের চাবিকাঠি এই মুঠোফোন,
চেনা অচেনা মুখের ভীড়ে নিত‍্যনতুন বন্ধু।
মুখোসের আড়ে থাকা শত্রুরা লুটছে ভীষণ ফায়দা,
তাই অপ্রয়োজনীয় অজানা লোকের ফ্রেন্ড রিকোয়েস্ট।
মুখবই বাড়িয়েছে বন্ধুত্বের হাত,ঘুচিয়েছে একাকিত্ব,
ওয়াটসআ‍্যপ,মেসেঞ্জারে জ্বলছে নোটিফিকেশনের আলো।
হাল ফ‍্যাশানের নতুন পশরায় প্রতিটা দিন সেজে উঠছে অনলাইন শপিং,
পুরনো জিনিস ও বিক্রির রাস্তা দেখায় এই মুঠোফোন।
পুরো দুনিয়াটাই এখন হাতের মুঠোয়,কার হাতে না নেই মুঠোফোন?
সতকর্তা অবলম্বনের সাথে সব্বাইকে তাই এই বিশাল দুনিয়ায় সুস্বাগতম।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *