মার্গে অনন্য সম্মান খুশী সরকার (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৪৩
বিষয় – মনমাঝি / মধুমাস
সূর্য উঠবে ঠিক
মনমাঝি রে, তোর উপরেই জীবন-তরীর ভার
উথাল পাথাল জোয়ারে ভাই ঠিক রাখিস দাঁড়।
মাঝিরে তোর নৌকাখানা সামলে বেয়ে চল্
সত্ত্ব রজ,তমোগুণে তরী করে যে টলমল।
মোহের বাতাস দিবানিশি প্রলয়বেগে ধায়
কখন যে ডোবে তরী বোঝা বড় দায়,
সুখের জোয়ার এলে খুলে দেখ তোর চোখ,
বেসামাল বাই়লে নৌকা কে দিবে তোর রোখ?
শক্ত হাতে বৈঠা ধরে সামনে দ্যাখ তোর পথ
লক্ষ্যটা তোর সঠিক হলে পূরবে মনোরথ।
দ্যাখ রে চেয়ে ঈশান কোণে জমাট কালো মেঘ
আসছে ধেয়ে তুফান ভারী দারুন গতিবেগ!
জীবন-নদে এমনি করেই ঝড়তুফান যে বয়
নিয়ম-নীতির সামাল দিলে জানিস সুফল নিশ্চয়।
মন মাঝি তুই ঝড় তুফানে বুকে রাখিস বল,
তুফান শেষে দেখবি চেয়ে ধরা ঝলমল।
হঠাৎ জোয়ার এলে দেখিস আনন্দে বয় বায়
অনুকূলে ভেসে যাবি যেমন যাওয়া যায়।
ভাটার টানে চলতে গেলে পদে পদে ফল,
জোয়ার শেষে সেথায় এসে থমকে দাঁড়ায় জল।