T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় কুণাল রায়
by
·
Published
· Updated
অনন্ত
এই ধরাধামে নেমে এলে যবে তুমি,
সেই পরম পিতার অভিপ্রায়ে,
সেদিন এই মর্তবাসী অনুধাবন করেনি,
এক অনন্ত প্রতিভার প্লাবন,
প্লাবিত করবে এই বিশ্ববাসীর অন্তরকে!
প্রজ্বলিত করবে মানবতার এক অনির্বাণ শিখা,
উত্থান ঘটবে এই মানব জাতির,
প্রতিষ্ঠিত হবে এক অনন্য বিশ্ব।
আপন ছন্দে কাল অতিক্রম হতে থাকে,
এক পূর্ণাঙ্গ মানুষে রূপান্তরিত হও তুমি,
সৃষ্টি হয় এক নবীন অধ্যায়,
আপন অপার সৃষ্টির বিলাসিতায়,
মুগ্ধ হয় ইহলোক।
এই বিশ্বমন্ডল গর্বিত হয়–
তোমারই হিমালয়সম সাফল্যে,
প্রতিধ্বনিত হয় তোমার নাম,
সাক্ষ্য বহন করে যার-
সৃষ্টির প্রতিটি মহাজাগতিক মুহূর্ত!
ভূষিত হয়েছ পৃথিবীর শ্রেষ্ঠ অলংকারে,
তবুও কোন অহংবোধ গ্রাস করেনি তোমায়,
কঠোর অবিচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে- তোমার কন্ঠ বারংবার!
আজ তুমি এক ধ্রুবতারা,
অনন্ত আকাশের মাঝে তোমার অবস্থান,
অনন্ত তোমার অস্তিত্ব,
এক চিরন্তন স্রোতস্বিনী তুমি,
এক মহাপ্রাণ তুমি,
এক ক্ষণ জন্ম তুমি,
এক অমৃত সন্তান তুমি!!