পড়া নিয়ে প্রশ্ন কতো করেছি আমার মাকে।
মাও সব জবাব দিতেন, নিজের কাজের ফাঁকে।
মায়ের প্রতি আনুগত্যে হয়েছি গদগদ।
বীরপুরুষ সেজে তাই, করেছি কতো যুদ্ধ।
কিশোরবেলায় অতিথি হতে চেয়েছে আমার মন।
কল্পলোকের সঙ্গী হয়ে, পালিয়েছি ক্ষণে-ক্ষণ।
মুক্তি খুঁজেছি, আলোয় আলোয় আকাশের পানে চেয়ে।
ঘুরেছি কতো যে সাগর-পাহাড়ে, তোমারই গান গেয়ে।
মনেতে এসেছে প্রেমের জোয়ার, ভেসেছি দোহারে..
বিরহে তেমনি কষ্ট পেয়েছি, কেঁদেছি যে বারেবারে।
বাঁধনেই শুধু প্রেম নেই, সে তো জেনেছি তোমারই কাছে।
ত্যাগের মাঝেই, ভালোবাসা থাকে, ত্যাগেই আনন্দ আছে।
নিজেকে বিলিয়ে, নিঃশেষে যদি ভক্তিতে অটল থাকি।
প্রভু এসে ঠিক পড়িয়ে দেবেন, আমার হাতের রাখী।
প্রেম-ভালোবাসা-দয়া-ভক্তি, মানুষকে করে মহান।
তোমার কাছেই শিখেছি মোরা, মানুষ হবার গান।