T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় ঋতব্রত গুহ
by
·
Published
· Updated
রবীন্দ্রনাথ
সারাংশ মিশে গিয়েছে স্তবকে
সময় এগিয়ে গিয়েছে
গুড়োবাতাস অস্পষ্ট করেছে দৃষ্টিপথ ।
সভ্যতা এখন দিক বদলে অতি আধুনিক
মনের পুষ্টি কমেছে
বেড়েছে নকল অনুভূতির লেনদেন ।
তবে এখনও অনুভূতি বদলে যায় মুহূর্তের সম্মোহনে
একটা চেনা সুরকে কেন্দ্র করে যখন আবর্তিত হয়
শতবর্ষ প্রাচীন এক কবির শব্দ মালা ।
কালজয়ী কিছু স্তবক ভুলিয়ে দেয় দেশভাগের সীমানা ।
চতুষ্কোণের ভেতর ছুটতে থাকা ক্ষত বিক্ষত মন
আজও শান্ত হয়ে কিছু অক্ষরের নিয়ত স্পর্শে ।
আবৃত স্মৃতিদাগ ।
স্পষ্ট হয়ে ওঠেন রবীন্দ্রনাথ ।
তার মৃত্যু আছে । ক্ষয় নেই ।