T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় সুব্রত চৌধুরী (আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্র)
by
·
Published
· Updated
১। আজ পঁচিশে
আজকে খুশির বান ডেকেছে রবির শান্তি ধামে
পুস্প বৃষ্টি নেমে আসে শান্তি সুধার খামে।
ছাতিমতলায় ছুটছে সবাই জন্মদিনের ঘ্রাণে
ছন্দে সুরে মেতে ওঠে দোলা লাগে প্রাণে।
কুঠি বাড়ি সেজেছে আজ রং বেরংয়ের ফুলে
ভালোবাসার ঊর্মি এসে উপচে পড়ে কূলে।
জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি ছন্দ কাব্য গানে
বিশ্বভুবন খুশে মাতে ভাসে সুখের বানে।
২। আজ পঁচিশে সৃষ্টি সুখে
খিড়কি গলে রবির কিরন যখন পড়ে মুখে
মনটা আমার জেগে ওঠে দারুন সৃষ্টি সুখে।
আজ পঁচিশে ভেসে আসা রবির গানের সুরে
মনটা আমার যায় হারিয়ে কোন সে অচিনপুরে।
আজ পঁচিশে উছল আলোয় ঝিকিমিকি ভোর
নতুন দিনের হাওয়া খেলে খোলা পেয়ে দোর।
রবির ছোঁয়ায় ডাকে মনে সৃষ্টি সুখের বানে
মনটা আমার হয় উতলা রবির ছন্দে গানে।
রবির ছোঁয়ায় আঁধার কেটে আসবে সুন্দর দিন
বিশ্ব জুড়ে বাজবে আবার স্বপ্ন সুখের বীণ।