• Uncategorized
  • 0

T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় দীপঙ্কর সরকার

আরও একটা 

আরও একটা রবীন্দ্রনাথ আরও একটা পঁচিশে
বৈশাখ
পাড়ায় পাড়ায় শঙ্খনাদ , দিকে দিকে উচ্চারিত
তোমারই
নাম গান ।

গঙ্গা জলেই গঙ্গা পুজো সারে বঙ্গবাসী নোবেলজয়ী
কবি তুমি বিশ্ব জুড়ে তোমার খ্যাতি তুমি রবীন্দ্রনাথ ।

গল্প গাথায় কবিতা মালায় ছবি ও ছড়ায় ছড়িয়ে
আছো
ভুবনময় , তোমার নামেই চেনে বিশ্বলোক অমর তুমি
অজড় অক্ষয় ; প্রতিবাদের মূর্ত প্রতীক নাইট হুড
উপাধি ত্যাগী পরম বিস্ময় তোমাকে জানাই শত
প্রণাম

হাওয়া মুখ 

হাওয়া মুখে ঢোকে প্রসব যণ্ত্রণা আর আমি
শীৎকার উদ্ যাপন করি । মেঘেদের উপত্যকা
জুড়ে মহাফেজখানা ।

ভোরের আকাশে সুনীল স্নিগ্ধতা উঁকি দ্যায় ,
কিছুটা পরেই ঝলসে উঠবে রোদ আগুন ঠিকানা ।

অবলুপ্ত হবে বোধ হাওয়া মুখে শুধু ঢূকে যাবে
ধুলো আর ঈশ্বরকণা ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।