T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় চিন্ময় বসু
by
·
Published
· Updated
মায়া মুকুর
আমি কোথাও পৌঁছই না
আমি যেতে চাই, কিন্তু পারি না।
একটি মুহূর্ত নিক্ষিপ্ত হয়
আরেকটিতে, আরেকটিতে।
আমার স্বপ্নে শুধু পাথর; তার
কোনো স্বপ্ন নেই। কত কত বছরের
পাথর পেরিয়ে আমার শরীরের
বন্দিনী শোনিতের গান ভেসে আসে,
সমুদ্রের ফিসফাস আলো।
একে একে দেওয়াল ভেঙ্গে পড়ে,
দরজা ভেঙ্গে পড়ে।
আমার কপালের সূর্য বেরিয়ে আসে।
আমি চোখের ঢাকনা খুলে ফেলি।
আমার আত্মাকে দেহের মোড়ক
থেকে টেনে বের করি।
আমার থেকে আমি খুলে পড়ে।