T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় রতন বসাক
আজও আছো
বৈশাখ ফিরে চলে এলো
স্মরণ করি কবির কথা,
সবার শ্রদ্ধার রবি ঠাকুর
মনে আছে আজও তথা।
গল্প নাটক গান ও পদ্য
আরো কত কিছু লেখা,
এখনো তার থেকে পড়ে
যায় যে বহু কিছু শেখা।
বাংলা ভাষা বিশ্বের বুকে
কবির জন্য পেয়েছে মান,
গর্বের সাথে বলতে পারি
সাহিত্যে যে তাঁর অবদান।
বাংলার সুনাম বিশ্বে তুমি
নোবেল এনে বাড়িয়ে দাও
ভালোবেসে লেখার সাথে
সবার মনেই ছড়িয়ে যাও।
পঁচিশ বৈশাখ জন্ম দিনটা
বিশ্ব জুড়ে আজও মানাই,
তোমার সৃষ্টির নেই তুলনা,
শ্রদ্ধা করে প্রণাম জানাই।