T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় দেবাশীষ মুখোপাধ্যায়
by
·
Published
· Updated
রবিতে বিলীন
হৃদয়ে যখন কষ্টের ব্যবচ্ছেদ
তখন তুমি আসো
মাথা যখন নত পরাজয় টানে
তখন ও তুমি স্মিত হাসি
“চিত্ত যেথা ভয়শূন্য
উচ্চ যেথা শির”
বসে আছো একা সবুজ মেখে
মুখে শান্তির ললিত বাণী
মৃত্যুর বিষাক্ত ছোবলেও অটল নির্লিপ্ত
উদার আকাশ ও যেন তোমার পায়ের কাছে বসে
গর্বিত ধরিত্রী একে দিচ্ছে কপালে বিজয় তিলক
তথাগতের মতো ধ্যানস্থ তুমি
তোমার মন্দ্রিত ধ্বনিতে মৃত্যু ও দিশেহারা
“মৃত্যু চেয়ে বড়ো এই কথা বলে
যাবো আমি চলে”
চলো প্রভু চলো
আমরাও চলেছি তোমার শব্দে
জীবন অভিলাষে
এই অসময়ে…..