হৈচৈ ছড়া/কবিতায় বিপত্তারণ মিশ্র
by
·
Published
· Updated
প্রথম বিরিয়ানী
আমি বেজায় ভোজন রসিক
প্রিয় খাবার বেশ কতক,
কোনটা রেখে কোনটা বলি
জিভটা করে শক্ শক্!
তারই মধ্যে একটা প্রিয়
খাদ্য-কথা বলব আজ,
খাওয়াও যদি খেতেই পারি
মনে খিদে নেই লাজ।
প্রথম যেদিন চিপ অ্যান্ড বেস্ট-এ
খেতে গেলাম বিরিয়ানী,
গন্ধ শুঁকেই প্রেমিক হলাম
খেলে কী হবে কী জানি!
এরপরে যেই প্লেটভর্তি
সঙ্গে স্যালাড, চিকেন চাপ,
সামনে এলো বিরিয়ানী
ভাবছি কী এ বাপরে বাপ!
সুগন্ধে মন আহ্লাদিত
আমরা ক’জন সঙ্গী মিলে,
মজার মজার গল্প করে
ভোজন করি জগৎ ভুলে!
খাওয়ার শেষে হাসিখুশি
হালকা হাওয়ায় ভেসে,
ঘরে এলাম পাড়ি দেবো
ঘুম পরীদের দেশে!