অনেক নারীতেই মুগ্ধ আমি অনেক নারীকেই ভালোবাসি,সেই বারো বছরের মুগ্ধতা গ্রাম থেকে স্কুল, কলেজ ছাড়িয়ে ইউনিভার্সিটির ক্যাম্পাসে বসন্তের কৃষ্ণচূড়ার গনগনে আগুনের ছোঁয়াচে ভালোবাসায় কৈশোর পেরিয়ে যুবতী হয়।। তোমরা কী ভাবলে এক নারী লোলুপ লালসার প্রতিশব্দ মানুষের কথা,তাহলে এও এক ধর্ষিত মানসিকতার বলাৎকার।।আমার ভালোবাসা পার্বতী,চন্দ্রমুখী,মাধবীলতার সৌন্দর্য থেকে প্রেম খুঁজে নেয়,আমার ভালোবাসা সানিয়া থেকে স্টেফি, শারাপোভা থেকে সেরেনা স্ট্যামিনার প্রেরণা পায়, আমার ভালোবাসা অ্যাঞ্জেলিনা জোলি, সুচিত্রা থেকে মাধুরী ছড়ায়, আমি ইন্দিরা,দুর্গেশনন্দিনীর ভালোবাসায় ব্যাক্তিত্ব সঞ্চয় করি, প্রতিবাদের লড়াইয়ে ভাষার শব্দকোষ তৈরি করে আমার মনে ঝাঁসির রাণী,মাতঙ্গিনীর লড়াইয়ের ভালোবাসা, আমি কাদম্বরী, মেজদিদির ভালোবাসার স্নেহে রঞ্জিত করি হ্রদয়,নারীর ভালোবাসার প্রেমে শিক্ষার মার্জিত ঔদ্ধর্ত আমাকে অনুপ্রাণিত করে।। এরপরে ভালোবাসার প্রেমে যৌনতা খোঁজো তবে কিছু হাথরাস, কামদুনি, পার্কস্ট্রিটে মনুষ্যত্বের বাইপাস সার্জারি করে দেখো উন্নাইয়ের ধর্ষিত ভালোবাসার বলাৎকারের গল্পও খুঁজে পাবে।।