বাবা আর মাকে মিথ্যা বলে বাইরে যাওয়া, ভালো লাগার সাথে ঘুরে বেড়ানো আর একান্ত সময় কাটানো রুহির নিত্যকার ঘটনা। সাবধান বাবা মার সাবধানী মেয়ে সব বুঝে চললেও অঘটন ঘটে যায়। ভালো লাগার সাথে ভালো লাগা মুহূর্তে একটু ভুল হয়ে যায়। ভেবেছিলো সবার অলক্ষ্যে যে স্রষ্টার লক্ষ্যে ক্ষমা প্রার্থে অনবরত অপরাধ করে সুখ নিচ্ছিলো সে স্রষ্টার বিনীতে ফুলদানিতে ফুল-ফল আসবে না। কিন্তু না। দুটি প্রাণে ভয় বাঁধলো বাসা, কি করবে না করবে ইতস্ততে দিন মাস কাটে। অনাগত দিন আগত ও গত হয়, বিকার মেয়ের আকার বদলাতে থাকে। রুহি প্রিয়শ্রীর সর্বশ্রীতে মাতৃত্ব গন্ধ মৌ মৌ করলেও শ্বাপদমতে কুশ্রী সিদ্ধান্তটাই নিলো।
নদী-সঙ্গমে নর-নারীর ভীড়। ভাসছে সুসময়ের ফল!