কাব্যানুশীলনে শুভ্রব্রত রায়
by
·
Published
· Updated
মোর মহসিনা
ভালোবাসায় হয় না কোন ধর্ম,
নেই তার কোন বর্ণ।
তোমার নাম নাকি মহসিনা,
তোমায় দেখে যে পলক সরে না।
তুমি যে অপরূপা এক নারী,
মুগ্ধ হয়ে যাই আমি দেখে,পড়লে তুমি শাড়ি।
ভালোবাসাতে ধর্মের বিভেদ হয় না,
চক্ষু বন্ধ করলে ফুটে ওঠে প্রতিফলকের আয়না।
তুমি বসেছিলে গালে হাত দিয়ে,
ঠিক যেন মোর পানে চেয়ে।
তোমায় দেখে আঁকলাম মোর হৃদয়ে চিত্র,
তুমি যে এক অপরূপ রূপের বিচিত্র।