এলাটিন – বেলাটিন কবিতায় মহম্মদ সামিম

জ্যোৎস্নাপ্রসূত প্রভু
কণ্ঠে আপোষহীন শোভন,
সোনালি রৌদ্র দিয়ে তুমি নির্মাণ করো
যাবতীয় বিস্ময়, শূন্যের গভীরে বেঁচে থাকা নদী
ছন্দের মুক্তিতে নিপুণ অক্ষরের কারিগর
শব্দের উপর বিস্তৃত, যেকোনও সংকটের ত্রাতা
একটি কলম শুভ্রতার, হাজার ক্ষতের পথ্য
ক্রমশ সেলাই করেছ আমাদের আবেগ-সংহিতা
ছায়া দিয়ে আলো দিয়ে বেঁধে রেখেছিলে
আশ্চর্য রাজপথ, ঝরা পাতাদের মিতালি
ধ্যান ভাঙলে মেঘ সরে যেত
পাহাড়-সমান স্থিতি এই ঘুম
একটু বসো, পাখিটির ডানায় হাত রখো
বৃক্ষের শাশ্বত নিরাময় হয়ে থেকে যাও, চিরন্তন পবিত্রতায়।