এলাটিন – বেলাটিন কবিতায় অয়ন ঘোষ
by
·
Published
· Updated
বেঁধে বেঁধে থাকি”
ঘুমের দেশে সন্ধ্যে নামে
শাঁখের আওয়াজ একলা থামে।
থামার পরেও ঘুম পেরিয়ে দূর
পাঁজর শোনে শব্দ দাঁড়ের, গভীর সমুদ্দুর।
থামল শুধু কলমটাই, শব্দগুলো মিছিল সাজায়
একলা হাঁটেন শঙ্খবাবু, ‘বাবরের প্রার্থনায়’।
কথার পরেও কথা ছিল, সে সব গেলো সংগোপনে
বলার মতো রইল না কেউ, মুখ ঢাকছে বিজ্ঞাপনে!
ফিরছে দাহ, আগুন রেখে অনেক কথা রইল বাকি
ডাক দিয়েছেন শঙ্খবাবু, ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’।