এলাটিন – বেলাটিন কবিতায় হরিৎ বন্দ্যোপাধ্যায়
by
·
Published
· Updated
ঠিকানা বটতলা
যেদিন খুব মেঘলা করত, যেদিন মনখারাপের হাওয়ায় বসে থাকতে ইচ্ছা করত চুপ করে, যেদিন খুব চড়া রোদে আনন্দে নাচতে ইচ্ছা করত সেদিন আমাকে খুঁজে পাওয়া যেত বটতলায়। গুঁড়ির ওপর বসে একমনে আকাশ দেখতাম। কখনও পা ছড়িয়ে শুয়ে থাকতাম। কখন যে চোখ বুজে আসত জানতেই পারতাম না। চোখ খুলে দেখতাম বটগাছের পাতাগুলো কত নীচে নেমে এসেছে। আমার মুখের চারপাশে। মুখে চোখে হাত বুলিয়ে দিচ্ছে। বাড়ি এসে বাবাকে বলতাম। বাবা বলত, মনে আনন্দ এলে এমন হয়। মেঘ করলেই বৃষ্টি দেখতে পাওয়া যায়। আমি আকাশ ফাটিয়ে হাসতাম। বাবা বলত, এটাও তো আনন্দ।