• Uncategorized
  • 0

সম্পাদকীয়

বিশ্ব-বসুন্ধরা দিবস: যেন শুধুই একটি ক্যাপশন হয়ে না থেকে যায়!

গত একটি বছরে অনেক কিছু হারানোর পর, এটি সত্যিই বলাই বাহুল্য যে পরিবেশ রক্ষার্থে যাবতীয় পরিকল্পনাই বিফলে যাবে যদি পরিবেশ, বিশ্ব, বসুন্ধরা, এই সমগ্র পৃথিবীর রোজনামচাটিকে আমরা একটিমাত্র ক্যাপশনেই আবদ্ধ করে রাখি। খারাপ খবরের মাঝেই সর্বদা বিচরণ চলছে, ধুলোতে, ধোঁয়াতে, রক্তের খেলায়, স্বার্থপরতায়, জটিলতায় আমরা কিরকম অদ্ভুত একটা বেঁচে থাকার খোলস ধরে রেখেছি। বড্ড পরিপাটি, বড্ড উন্মুক্ত, অনেক প্রশ্নের কোনো উত্তর নেই সেখানে, আর শিশুদের, কিশোরদের, বয়ঃসন্ধিকালের মানুষজনকে ঠিক বোঝাতে পারছিনা এই তারতম্যটা কতটা ক্ষতিকারক হতে চলেছে। একটি ওয়েবজিন, যেটি শিশু-কিশোর, ছোটদের, বড়দের সকলের জন্য সমানভাবে জনপ্রিয়তা এনে দেবে, এমন একটি মন খুলে বাঁচার জায়গা যার আবেদন দেশ, কাল, সীমানার বাইরে তাদের আবার নতুন করে স্বপ্ন দেখতে শেখাবে, বলবে তাদের দেখা স্বপ্নগুলো কোনোটাই মিথ্যে নয়, ঠিক সেইরকম ছড়ায়, গানে, গল্পে, স্মৃতিতে, ছোটবেলার টুকরো টুকরো অনুভূতির অনুরণনে শনিবার করে আমাদের হইচই মেতে ওঠে!
এই সপ্তাহেও ভারত এবং বাংলাদেশ থেকে আমরা এনেছি আমাদের লেখকদের ধারাবাহিক উপন্যাস, এনেছি স্মৃতিকথা, উত্তরবঙ্গের নদী, পাহাড়, অপার্থিব নৈসর্গিক সৌন্দর্য্য আর ছোট্টবেলার জলছবি। আমাদের এই শনিবারের লেখার ডালি সাজিয়েছেন আমাদের প্রিয় লেখক লেখিকারা তাদের কবিতা দিয়ে, প্রবন্ধ দিয়ে আর ছোট্ট বন্ধুরা এই সুগভীর সংকটের মাঝেও, এই ধ্বংসলীলার মাঝখানে থেকেও সুনিপুণভাবে তৈরী করে চলেছে জীবনের রঙ্গীন ছবি, আমরা আমাদের সবটুকু দিয়ে সেই চারাগাছদের আগলে রাখবো, কারণ একে অন্যের হাত ধরে এগিয়ে চলার নামই হয়তো মনুষ্যত্ব, জীবনবোধ সেভাবেই আসে!
আপনারাও নিজেদের কল্পনার ডালা সাজিয়ে লেখা, আঁকা, ভ্রমণ, কিশোর গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, কবিতা আমাদের পাঠিয়ে দিন ‘সাহিত্য হইচই’- তে। মেইল করুন:
techtouchtalk@gmail.com / sreesup@gmail.com

শ্রীতন্বী চক্রবর্তী

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।