• Uncategorized
  • 0

কাব্যক্রমে বিপ্লব গোস্বামী

১| শঙ্খ ঘোষ প্রয়াণে 

      আজ সহসা কবিতার  মুহুর্ত
হয়ে গেল যে স্তব্ধ ;
সাহিত্যের রাজপথ অলি-গলি
হলো সবই নিস্তব্ধ।
       কালকরোনার কাছে
মেনে নিয়ে হার ;
শান্তির নিশ্চিন্ত দ্বীপে
দিয়েছ যে পার।
       তুমি ছিলেন নির্ভীক,
চির পষ্টবাদী ;
আপোষ বিহীন যুদ্ধা,
সদা সত‍্যবাদী।
      তব শাণিত শব্দের বাণে
ভেঙ্গেছে কত,
অত‍্যচারী-উগ্ৰবাদীর শান।
তব প্রতিবাদে ভূলুণ্ঠিত
হয়েছে কত ,
অহংকারী-স্বেচ্ছাচারীর মান।
   হয় তো আর দাঁড়াবে না তুমি
একা ঐ গলির কোণে ;
হয় তো শুধু দেখব তোমায়
কাগজের বিজ্ঞাপনে।

২| শিক্ষা পেলাম

বাবা আমায় শিক্ষা দিলেন
সদা সত‍্য কথা বলতে।
মা যে আমায় শিক্ষা দিলেন
সর্বদা সৎ পথে চলতে।
ঠাম্মা আমায় শিক্ষা দিলেন
সদা মিলে-মিশে থাকতে।
দাদু আমায় শিক্ষা দিলেন
স্ব-বংশের মান রাখতে।
দাদার কাছে শিক্ষা পেলাম
সর্বদা পরিচ্ছন্ন থাকতে।
দিদির কাছে শিক্ষা পেলাম
নিজ দেহের যত্ন রাখতে।
 দেশ-দশের সেবা করতে
গুরু দিলেন শিক্ষা।
মানুষের মতো মানুষ হতে
নিলাম আমি দীক্ষা।

৩| এলো বৈশাখ

      এলো বৈশাখ
বাজে ঢাক,বাজে শাঁখ।
বাংলার প্রতি ঘরে ঘরে
মহানন্দ আর  হর্ষ না ধরে।
পল্লী বালা বধূতে আজ
নব রূপে,নব সাজ ।
লাল পাড় শাড়ীতে নারী
সাজ করে রকমারি।
বাংলা প্রতি আঙিনা মাঝে
নানা রঙের আলপনা সাজে।
কোলাকুলি, প্রণাম যথা রীতি
রবিন্দ্রসঙ্গীত,নজরুলগীতি।
রকমারি খাবার,মিষ্টি, দই
লুচি ,পেয়েস,সন্দেশ,খই।
বাউল গান আর ধামাই গান
মহানন্দে মাতে বাঙ্গালি প্রাণ।

৪| চাঁদ ভালো নেই

জানি চাঁদ ভালো নেই
আছ তুমি কষ্টে  !
জানি না নিয়তির রায়
কি আছে অদৃষ্টে !!
 হয় তো মিলব দু’জন
করোনার শেষে !
নয়তো বা হবে দেখা
উপরের দেশে !!
জানি চাঁদ তুমি আমায়
খুব করছ মিস !
পারছি না যেতে যে কাছে
কি নিষ্ঠুর গর্দিশ !!

৫| জ‍্যান্ত ভূত

বাঁশ বাগানের ঝোপের মাঝে
জ‍্যান্ত ভূতের বাস ;
ওরা রাক্তিরেতে বেজায় ক্ষ‍্যাপে
ভোগায় বারো মাস।
আঁঁধার রাতে খুব ক্ষ‍্যাপে যে
করে ক‍্যাচ-ক‍্যাচ-ঘ‍্যাচ ;
কচি কাঁচায় বড্ড জ্বালায়
রচে কত না যে প‍্যাচ।
দাদুর সাথে খোকন সোনা
যাচ্ছিল সেই পথ ধরে ;
জ‍্যান্ত ভূতের তাড়ায় সে যে
কাঁপছিল সে থর থরে।
দাদু বলেন ভূত কিছু নয়
সব যে মনের ভ্রম ,
খোকা বলে কি যে বলছ দাদু
যাচ্ছে বুঝি মোর দম।
দাদু বলেন কোথায় রে ভূত
তোরা দেখা দিয়ে যা ;
লাইট জ্বালাতেই উড়ে গেল
পেঁচা-বাদুড়ের ছা।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।