• Uncategorized
  • 0

প্রবাসী মেলবন্ধনে সুদীপ্তা চট্টাপাধ্যায় (নিউ জার্সি, আমেরিকা)

ব্রেনফগ…

আলোয় ভেসে যাচ্ছে অন্তরজালের মত বুনে রাখা ম্যানহ্যাটনের স্ট্রিট আর অ্যাভেনিউ, যে শহরে রাত দিনের চেয়েও উচ্ছল সেখানে লোকজনের ঢল নেই,সাবওয়েস্টেশনটাও বদলে যাওয়া ভাইরাল সময় আর অসুখযাপনে যেন আমারই মত বোধহীন অসার! চেতনার স্তরে স্তরে কুয়াশার গভীর আস্তরণ! বন্ধ কমেডিক্লাবের সামনে দাঁড়িয়ে আমি… নিশ্চুপ দেখছি পাশ কাটিয়ে যাওয়া প্রত্যেকটা মানুষকে আর তাদের না বলা কথাগুলোর তরঙ্গ পৌঁছে যাচ্ছে আমার কানে,চোখের তারায় ওদের অদৃশ্য যাপনের দৃশ্যমান প্রতিবিম্ব;
সাইডওয়াকে ছড়ানো দুনাম্বারী ব্র্যান্ডেড হ্যান্ডব্যাগের আনমনা দোকানী মনের স্ক্রিপ্টে টাইপ করছে চলাচলরত লোকেদের কথা বার্তা তাদের ভাবভঙ্গী পোষ্ট কোভিড স্ট্যান্ডআপ কমেডির প্রস্তুতি…
হঠাৎ ব্রাউন তেলচিটে নাইকিজ্যাকেটে একমুখ কাঁচাপাকা দাড়ির একটা লোক আমাকে বলল
– Do you have a dollar to spare?
আমি ওকে বললাম …
-Do you have a sane mind to spare?
ওর অবাক চোখের তারায় দেখলাম একটা ছোট্ট মেয়ে, তার মাকে বলছে…
-বাবা কোথায়?
-তোমার জন্য ডলার মেনুর ম্যাকচিকেন আনতে গেছে!
এই আলভোলা দিনেও কালোরাত পেরোনোর স্বপ্ন নিয়ে শুতে যাচ্ছে মানুষ
আমিও একটা স্বপ্ন খুঁজছি,ফোনের স্ক্রিনে ফুটে থাকা দুটো নিষ্পাপ মুখের নাম খুঁজছি,
একটা ভুলে যাওয়া পাসওয়ার্ড খুঁজছি …
মাথার বাজতে থাকা অসংখ্য কথার ভেতর আপনার না বলা কথাগুলো খুঁজছি…
চৈত্রের রাতে হঠাৎ ওঠা ঘূর্ণিহাওয়ায় আমি আমাকেই খুঁজছি…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।