• Uncategorized
  • 0

কাব্যানুশীলনে পূর্বা দাস

অস্মিতা

কতবার ডেকে গেছ জীবন সোচ্চারে বা ইশারাতে; বলেছি –
‘ আসছি – আর একটু পরে
হাতের কাজটা শেষ করে ‘
কখনো বলেছি, ‘ অপ্রস্তুত আমি।
তৈরি হয়ে নিই, এখনি কিকরে নামি!’
হেসে ফিরে গেছ, বলনি কিছুই
আবার কোনদিন মধ্যরাতের সাইক্লোন পেরিয়ে
স্মিতহাস্যে বলেছ, ‘ আসতে চাও খেলায়?’
স্বার্থপর দ্বিধারা শুধু টেনে রাখে আমায়
কখনো পারিনি জীবনের দুবাহুতে ঢেলে দিতে
আমার সব খেলা।
ও জীবন!
দেখো একবার এবারে ছেড়েছি সব খোলস
তোমার বিপুল প্রতীতির সামনে দাঁড়াব
আমিও অস্মিতা।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।