রাতের নিভৃত বাতিদান পোষা বিড়ালের মত
লোমশ লেজ দোলাতে দোলাতে এক গুচ্ছ
জাফরানি অন্ধকারের মধ্যে হাতড়ে চলেছে
তেরোই ফেব্রুয়ারী।
এসময় স্কুল ফেরত ছায়া কার সাথে জরুরি বিনিময় সেরে নেয়।
স্যাঁতস্যাতে সিঁড়ি ঘর উবু হয়ে বুঝতে চায় অরক্ষণীয়ার আবলুসি তরঙ্গ।
শীত কাপড়ের কোন আন্তরিকতা ছাড়াই কেটে যাবে
উনিশ শো ষাট।
হে গর্ভবতী জিরাফ বোবা আকাশের ভরনপোষন দিয়ে বুনে নেবেনা কারুকার্য।
কেমন আছো একথা শোনার মাত্র ফ্রিডা
তার সোহাগ কৌটোর সব পাখিদের
আয় আয় চৌ চৌ।
আর কী আশ্চর্য জানা হয়নি
আপনি আমার থেকে বসত করেন
দু’বিঘত দূর অচলায়তনী।
এমন নক্ষত্র বিভার সন্ধিক্ষণে আমাদের দেখা
হবেনা তাই কি হয়।