ক্যাফে কাব্যে টুম্পা সাহা by TechTouchTalk Admin · Published April 17, 2021 · Updated April 17, 2021 যত্নে রাখা অভ্যাস প্রিয় পানীয়ের পেয়ালা তখনো শেষ হয়নি, সুখাদ্য সাজানো। তোমার কথা বলা বাকি, ছোঁয়া ছুঁয়িতেও তৃষ্ণা। সেই মুহূর্তে অস্থিরতা এবং আমার চলে আসা। সব ফেলে ফিরে আসা, অতীত হতে গিয়েও স্থিরচিত্রের মত ঘর। সমস্ত যত্নে রাখা অভ্যাস কবে থেকে যেন অস্বাস্থ্যকর। কিছুটা শব্দ এলোমেলো ছিটিয়ে পড়ে। অনুভূতি পাল্টে সূযোগসন্ধানী ক্রমশ। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love