• Uncategorized
  • 0

হৈচৈ কবিতায় পার্থ সারথি চক্রবর্তী

শিশুর হাসি

তোমার আর আমার মাঝে যে দূরত্ব-
নিমেষে দূর করে তোমার অনাবিল হাসি
শিশুর হাসি, সহজ সরল হাসি।
মাঝে এক সেতু রয়েছে
তোমার মিষ্টিমুখের-
এক দুর্নিবার হাতছানির।
তোমায় দেখে আমি ভুলে যাই
সব কষ্ট, গ্লানি আর যতসব-
স্বার্থপরতা, হানাহানি।
হাজারো দুঃখের মাঝেও-
একচিলতে হাসি ফোটে আমার মুখে,
একই আকাশে রোজ নতুন সূর্য ওঠে
তোমার হাসির সাথে তাল মেলাবে বলে-
অপেক্ষায় থাকে রাতভর, কখন সকাল হবে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।