|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় মল্লিকা চক্রবর্ত্তী

গৃহবধূ!
একটি ভিডিও দেখলাম , বৌমা শ্বাশুড়ি মাকে ক্রোধের বশে খুন করে জেলে চলে গেলো, দুবছরের বাচ্চা কোলে নিয়ে!
এটাতো বোঝা উচিৎ সকলের, মেয়েরা মেয়েদের ছোটো করাটা উচিৎ নয় , এগুলো হয়েই চলছে সারাক্ষণ!
একটা মেয়ে কতো রঙিন স্বপ্ন নিয়ে একটা অজানা ছেলের হাত ধরে একটা নতুন পরিবেশে আসে!
তার পিছনে সারাক্ষণ খিটখিট করা কারোর উচিৎ নয়, তারও একটা ব্যাক্তি স্বাধীনতা আছে, একটা মন আছে, তার কোনো ইচ্ছেকে কেউ প্রাধান্য দেয় না। কেনো ???
কাজের মেয়ে ছুটি নেয়, রাতে বাড়ি যায় ; কিন্তু এ মেয়েটা বিয়ে করেছে বলে,অজান্তে নাগারে কিষেন হয়ে যায়!
তাকে সারাক্ষণ কর্ম করে যেতে হবে, পেটে বাচ্চা, কোলে বাচ্চা নিয়ে? সকলের স্বাধীন জীবন নেই শুধু বৌটার!
অনেক খুচরা কাজ আছে, সেসব কাজ করে নিলে আর দেখা যায় না!
কারোর থেকে প্রশংসা, মাহিনা পায় পায়না, পায় বদনাম!
নাগারে কৃষেনটার নিন্দা করে ছোটো করা,কিছু বদ শ্বাশুড়িদের কাজ এগুলো !