যমজ দুই ছেলেকে জীবন সাহেব এক সাথে বিয়ে দিতে চাইলেও জীবন সাহেবের স্ত্রী বাঁধ সাজে। বড় ছেলে বিদ্যুৎ নিয়ে কাজ করে। ছোটটি পাড়া ঘুরে বেড়ায়। টিপুর বৌর সাথে তার খাতির ভালো। ভাবী ভাবী ডাকে, হেসে হেসে কথা বলে।
আমিন বিদ্যুস্পৃষ্টে মারা গেলে সদ্য বিধবা বৌটা খুব কান্না করেছিলো। জীবন সাহেব বৌমাকে ছোট ছেলের সাথে বিয়ে দিতে চাইলে গ্রামের বয়সীদের সাবাস সমর্থন পেলেও নিজ স্ত্রী বাঁধ সাজে। পরে নমনীয় হয়। বর মরলেও ঘর ভাঙবে না জানতে পেরে অবনী স্বস্তি পায়।
কিন্তু শামিন টিপুর বৌকে নিয়ে পালিয়ে যায়, টিপুর বৌ অবনীর চেয়ে না ভালো সৌন্দর্যে, না উচ্চতায়। অবনী সেদিন দীর্ঘশ্বাস কেটেছিলো, স্বামী মরলেও অত জোরে সে দীর্ঘশ্বাস কাটেনি।