|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় কল্যাণ গঙ্গোপাধ্যায়
by
·
Published
· Updated
স্বপ্ন
ভোটের প্রচার করে বাড়ি ফিরছিল দু’জনেই। ফাঁকা রাস্তায় মুখোমুখি দেখা।
মা বলেছিল, ‘আজ বাড়িতে খেতে আসিস। তোর জন্মদিন। পায়েস করব।’
সুবল তখন মেজাজ দেখিয়ে এলেও হঠাৎই মার কথা মনে পড়েল।
গোপালকে একা পাবে ভাবতে পারেনি। ও যেমন প্রচার করছে সুবলের প্রার্থীর ভোটে জেতা সমস্যা হবে। ওকে সরাবার দায়িত্ব সুবলের। পকেট থেকে অস্ত্রটা বের করল।
গোপাল বলল, ‘মারবি? তাতে যদি তোর উপকার হয় তো মার।’
গোপালের কথা শুনে সুবল অস্ত্রটা পকেটে রাখল।
গোপাল বলল, ‘কী হল! মার।’
‘তোকে মারলে লাখখানেক টাকা হয়ত পাব, কিন্তু যার হয়ে মারব সে শালা জিতলে তো এরপর কোটি কোটি টাকা কামাবে।’
গোপালের মনে পড়ল পরীক্ষার সময় কলেজের টাকা দেওয়ার অবস্থা ছিল না তখন সুবল বলেছিল, ‘আমার মায়ের কাছে চল।’
মাসিমা তখন গয়না বিক্রি করেছিল।
গোপাল পরীক্ষা দিয়ে বলেছিল, ‘সুবল আমরা একদিন চাকরি পেয়ে পাশাপাশি টেবিলে বসে কাজ করব।’
সুবল বলল, ‘তোকে যদি এখন আমাদের বাড়িতে যেতে বলি যাবি?
‘চল। মাসিমাই তো আমাকে পাঠাল। তোকে খুঁজে আনতে।’