|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
by
·
Published
· Updated
দৃষ্টি
ডাক্তার একরকম জবাব দিয়ে দিয়েছে কিছুদিনের মধ্যেই ধৃতির দৃষ্টিশক্তি সম্পূর্ণ চলে যাবে৷ তিনি বলেছেন একমাত্র উপায় একটা চোখ যদি কিছুভাবে জোগাড় করা যায়! শঙ্খ রাত দিন এক করে চোখের সন্ধান করছে৷ পেলেও কেনার সামর্থ্য কই! দুজনেই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট৷ স্কলারশিপ নিয়ে জর্মানিতে যাওয়ার কথা থিসিস কমপ্লিট করতে৷ বেশ চলছিল, হঠাৎই …
ফাইনাল ইয়ারের পরীক্ষা আর তিনমাস বাদে৷ তখনও চোখের সন্ধান মেলেনি, হঠাৎই শঙ্খ যোগাযোগ বন্ধ করে দিল৷ মা বললেন, ” কতদিনই বা একটা মানুষ নিঃস্বার্থভাবে করবে, হয়ত…” ধৃতি বিশ্বাস করেনি, কিন্ত যখন আরও এক সপ্তাহ কাটল, ফোনে পর্যন্ত পাওয়া যাচ্ছে না শঙ্খকে তখন…
এরই মধ্যে ডাক্তার বাবু জানালেন চোখের জোগাড় হয়েছে৷ অপারেশন হয়ে গেল৷ মাস গড়াল৷ ফাইনাল পরীক্ষার দিন হলে ঢুকতেই তৃণা জোর করে ওকে টেনে নিয়ে গেল৷ সামনেই দাঁড়িয়ে শঙ্খ৷ কিছু বলার আগেই শঙ্খের নকল পাথরের চোখটার দিকে নজর পড়ল ধৃতির৷
শঙ্খ বলে উঠল- ” Hold your tongue and let me love”
ধৃতি ওর বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে৷ সবার চোখ চিকচিক করে ওঠে, কারণ দুটো হৃদয় যে তখন নিবিড় হচ্ছে…