|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় চিরঞ্জিৎ বৈরাগী
by
·
Published
· Updated
প্রকৃত বন্ধু
রূপকের খুব প্রিয় বন্ধু মলয়। একেবারে সোনার চেয়েও খাঁটি। যদিও রূপক অবস্থাপন্ন পরিবারের সন্তান। তাই সমস্ত উৎসব-অনুষ্ঠান তার বংশে ল্যাপা। প্রতিটি জন্মদিন সোনায় সোহাগা। কিন্তু মলয়ের বাবার সামান্য রোজগার। জন্মদিন তো দূর অস্ত। খাওয়ায় ঠিক মতো জোটে না। তার চোখে-মুখে যেনো দৈন্যদশা। সব জেনেও রূপক তাকে বলে,-“মলয় আজ তোর কটা জামা প্যান্ট হল?” মলয় না বোঝার ভান করে কিছুক্ষণ পর বলে- “কিসের জামা প্যান্ট, বুঝিয়ে বল?” -“আরে তুই এটাও জানিস না আগামীকাল ১লা বৈশাখ। বাংলা বছর শেষ। তাই নতুন পোশাকের সাথে ভালো খাওয়া-দাওয়া।”- রূপক বলে।
মলয় ভাবে, ও তো ঠিকই বলছে। ওদের কত কত নতুন দিন। নতুন আয়োজন।
“হ্যাঁ রে আমার এক ডজন পোশাক হয়েছে! তুই খুশি তো! তোর জন্য তিনটি চুরি করে এনেছে। আমি জানি তোর কিছুই হয়নি। পরিস। আজ চললাম। আগামীকাল নববর্ষ। একসঙ্গে ঘুরব।” রূপক এই বলে চলে যায়। মলয় প্রকৃত বন্ধুর মূল্যটা বোঝে!