|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় সরস্বতী বিশ্বাস
by
·
Published
· Updated
লুডো
হ্যাঁ রে, আজকাল বড্ড চুপচাপ থাকিস যে, কী হয়েছে?লাল বললো নীলকে।
কী আর বলবো,মানুষজনতো ভুলেই গেছে আমাদের। কোয়ারেন্টাইন এর সময় কত মানুষ আমাদের সাথে সময় কাটিয়ে ছিল, বন্ধুত্ব করেছিল আজ তার আর ফিরেও তাকাই না।মনে আছে গত বছরের পয়লা বৈশাখের কথা?
তা যা বলেছিস ভাই। কী আর করবি বল।তবে আমরা এই চারজন বহু যুগযুগ ধরে আছি,আমাদের কোনো বিচ্ছেদ নেই।
হ্যাঁ মনে আছে,আগের বছর আমাদের সাথে খেলতে খেলতে কতজনের প্রেম হল।যাকগে কেউ মনে না রাখুক তো কী হয়েছে, কেউ কেউ তো মনের মানুষ পেলো সেটা ভেবে দেখলেই এতো ভালোলাগে আমার।সেই তখন থেকে আমারা দু’জনই কথা বলছি,হলুদ আর সবুজ দুটোকে দেখ কেমন মন মরা হয়ে পরে আছে।কী রে তোদের কী হল,কিছু বলছিস না যে?হলুদ বললো, ধুর ব্যাটা চুপ থাক তো।
সবুজ কাঁদো কাঁদো গলায় বললো,একটা জিনিস তোরা কেউই খেয়াল করিস নি,সবাই কিন্তু আমাদের সাথে খেলে প্রেমিক-প্রেমিকা পায় নি,কারো কারোর খেলার সঙ্গী হারিয়ে গেছে, হারিয়ে গেছে সেই ক্ষনিকের আনন্দ,ব্যস্ত হয়ে গেছে নিজ কাছে,খবর নেই নি কেউ তাদের, হারিয়ে গেছে তারা সকলে।যেসব খেলোয়াড়রা তাদের সঙ্গীর খোঁজ রাখে নি,তোরা ভাবিস কী করে সেসব স্বার্থপর, নিষ্ঠুর মানুষগুলো আমাদের খবর রাখবে।
হলুদ এবার অট্টহাসিতে ফেটে পড়লো। ওদের কথা ছার,আমরা চারজন এখনো একসাথে আছি আর ভবিষ্যতেও থাকব।যেদিন আমাদের অস্তিত্ব থাকবে না,সেদিন খুব ভালো মতো টের পাবে মানুষগুলো।