গত কয়েকদিন প্রারব্ধ যেন সুনামির মতো তছনছ করে দিয়ে গেল উৎসবের জীবনটা।উৎসব…হ্যাঁ উৎসব পালধি।বাবা অসীম আর মা শিপ্রার অনেক সাধের বিয়ের ১২বছর পরে জন্মানো সন্তান বুবাই ওরফে উৎসব।যে বাবা মা কে চরম অবহেলায় সোনারপুরের বৃদ্ধাশ্রমে রেখে (পড়ুন মৃত্যুর দিকে ঠেলে দিলেন) তাতে কানাঘুষো কম হয়নি।ধরাকাছা নিয়ে সোজা গয়ায় গিয়ে শ্রাদ্ধ সেরে ফেরার সময় সন্তানসম্ভবা বউ রিয়া’র আচমকা সেরিব্রাল স্ট্রোক।ডাক্তার রিয়ার সন্তান কে বাঁচালেও রিয়া ২৪ঘন্টাও বাঁচেনি।৪দিনের সন্তান আর অগাধ টাকা নিয়ে উৎসব আজ নিজের কৃতকর্মের মাশুল গুনছে হসপিটালে।কারন তার নিজেরও ফুসফুসের পাম্প করার ক্ষমতায় ভাটা পড়ছে।মরার আগে একবার বুক ভরে নিঃশ্বাস নেওয়া থেকে সে বঞ্চিত রয়ে গেল।উৎসবের মৃত্যুর পর তার ছেলে লিলুয়ার হোমে ঠাঁই পেয়েছে।