|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় ঐশী চক্রবর্তী
by
·
Published
· Updated
বিশাখ
সন্ধে হলেই নিজের জন্য রোজ একটা পাহাড়ি ঝরনা খুঁজে পায় বিশাখ। মাটির নিথরতা, আগুনের আঁচ, ঝোড়ো হাওয়ার শনশন ওর মনে তীব্র পরিতৃপ্তি নিয়ে আসে। আকাশ দ্যাখে ও— নবদূর্বাদল মেঘ, ডানাকাটা পরির মতো শ্যামসমান আকাশ। জীবনের রিক্ততা থেকে বহুপথ দূরে কোথাও কেউ যেন কেঁদে ভাসাচ্ছে। সাগর উত্তাল হয়, ঢেউ তলিয়ে নিয়ে গেল চাঁদের প্রতিচ্ছবি। ক্ষতস্থান মুড়িয়ে দিতে হবে, নয়নের ধুলোবালি লেগে বিষিয়ে না যায়! এ যন্ত্রণা অসহ্য! চোখ থেকে জল গড়িয়ে শতদ্রু-তে মেশে। চাতকেরা তৃষ্ণার্তের মতো বিরহীর অনুতাপ শুষে নেয়। যা দিয়েছ ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, ফিরিয়ে দিতে জানে না প্রিয়তমারা। বিশাখ নামের গ্রহটি হাসে, বিমর্ষ হয়, ভেঙে পড়ে ব্যথাকাতুরে… ছায়াগ্রহ… অন্ধ চোখে আকাশ দ্যাখে ও।