|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় সুচেতা বিশ্বাস
by
·
Published
· Updated
পয়েলা বৈশাখ
পয়েলা বৈশাখের ঠিক আগের দিন দুপুরে অরিত্র ফোন করলো রুম্পা কে “চলো কাল দুজনে কোথায় ঘুরে আসি ‘
“না সে আর হবে না ”
“কেন ۔۔কি হয়েছে ?”
বেশ ঘাবড়ে গেলো۔۔ অরিত্র ۔۔আর সাত দিন পর তাদের বিয়ে ۔۔কি সব বলছে মেয়েটা
“মা বারণ করেছেন ۔۔এখন যেন তোমার সাথে কোথাও না যাই ”
” কাল তো একটা স্পেশাল দিন ۔۔”
” আমি বলতে পারবো না বাড়িতে ”
” ঠিক আছে বোলো না ۔۔আমি আমার মা কে বলে দেখি ”
ওপাশ থেকে অবাক রুম্পা ” তোমার মা কে বলবে ?”
” হ্যাঁ ۔۔আমার মা কে বললেই মা সব ব্যবস্থা করে দেবে ”
রুম্পা যেন যেন কান কে বিশ্বাস করতে পারছে না ۔
তার হবু শাশুড়ি মা ছেলে বৌ কে চুপি চুপি ডেট এ পাঠাবেন ۔۔!
পরদিন ঠিক সকাল নয় টা এ অরিত্রর মায়ের ফোন এলো রুম্পার মা কাছে ” শুভ নববর্ষ ۔۔কেমন আছেন۔۔ সবাই ”
” শুভ নববর্ষ দিদি ۔۔চলে যাচ্ছে ”
” আজ একটু রুম্পা কে নিয়ে আসব আমাদের বাড়ি ۔۔রাতে ক্লাব এ যাবো ডিনারের জন্য ۔۔সবার সাথে ওর আলাপ টাও হয়ে যাবে ”
এর পর মা যা বললো সেটা রুম্পার কাছে ও সারপ্রাইস ۔۔۔” দিদি ওর বাবা ও প্ল্যান করেছে ۔۔মেয়েদের নিয়ে এবার রেস্টুরেন্ট এ যাবার ”
“সে আপনারা যান না ۔۔ছোট মেয়ে কে নিয়ে ۔۔আমাদের বৌমা কে আমরা নিয়ে যাই ”
এখন কি উত্তর দেবেন বুঝতে না পেরে রুম্পার মা ফোন টা রুম্পার বাবা কে দিয়ে দিলেন ۔۔”দিদি এক কাজ করি۔۔ ۔۔সবাই মিলে একসাথে যাই চলুন ۔۔আমার মেয়ে আপনাদের বৌমা ছেলে ۔۔۔۔”
কানে ফোন নিয়ে অরিত্রের খুশি খুশি মুখের দিকে হ্যাঁ করে তাকিয়ে রইলেন অরিত্রের মা ۔۔