কবিতায় বলরুমে সাইফুল সারনয়েল
by
·
Published
· Updated
জলবিষুব
আমি কোনো বিপ্লবী নই, আমি সুপ্ত বিপ্লব,
ঘুমন্ত ঘুঙুর, অনাগত অগ্নিবীণা:
ঝুলন্ত বিদ্রোহ, বাড়ন্ত ইতিহাস, চকিত
ফড়িং দিয়েছি জীবন, গুরুদক্ষিণা।
আমি কোনো বিদ্রোহী নই, আমি সুপ্ত বিদ্রোহ
মৃত্তিকা ক্রন্দন, লাভা ভরা অগ্নি গিরি:
তাড়িত তরঙ্গ, তিমিরে ঝলক তরবারি,
মৌ লোভে কারো করি না কোনো তাঁবেদারি।
আমি কোনো নৃপতি নই, আমি সুপ্ত শাসন,
সীমানা ছাড়িয়ে দেখি বুভুক্ষিত চোখ:
আগুন পোড়া মাটির যৌবনে খুঁজি
অত্যাচারী শাসনের ঠিক মাপজোখ।
আমি কোনো যাজক নই, আমি মগ্ন মরমি
মরমে মরেছি দেখেছি নিজের রূপ:
ভূগোলে খগোলে কণায় ফণায় দেখি
তাঁর শিশুরূপ, দেখেছি জলবিষুব।
আমি কোনো প্রেমিক নই, আমি প্রেম প্রণয়,
বিপ্লবে বিদ্রোহে শাসনে ন্যায় প্রতীক:
আমি গোলাপ কাঁটায় এক রক্তবীজ,
আমি প্রেমে নির্ভীক, নই কোনো ধার্মিক।।