কবিতায় বলরুমে জি কে (গুচ্ছ কবিতা)
by
·
Published
· Updated
১ |
দূর মানুষ কথার বাতাসের ভিতর যে অন্ধকার ঘনিয়ে আসে ব্যর্থতা ছুঁয়ে ছায়ার উপমায় খসে পড়ে
পাতায় পাতায় রাত জ্বলা জোনাকিজীবন মুখর অধিকারে রয়ে যায় প্রতিশ্রুতি
ভিতরে ভিতরে গভীর পথে সময়ের শীতল আলেয়ার হ্রদে হাওয়ার মুখ ভেসে ওঠে ফেরার দিকে ধূসরনীল
বিমূর্ত নৈঃশব্দের পিঠে ভেসে আসে মানুষের বাহন
চামড়ার ঘন স্রোতে ধুলোর নিরেট গভীর চেতনার প্রান্ত ভেঙে পড়ে শান্ত নিজস্ব ভাষায়
গাছের অনন্তে ঘুমের চিরায়ুমুদ্রায়
ক্ষণকাল গড়া অসীম বনমাটিপৃথিবীর শূন্য খাঁচার ভিতর ডেকে ওঠে পাখিজন্মকোরাস
দুলে কেঁপে ওঠে ভাষার সরোবরে অক্ষরের ছায়া
বহুদূর শূন্যে হাতে রয়ে গেছে সবুজ বিস্ময় এভাবে
মুখের ভিতর রাখা আলোর অন্ধকারে নিজেকে জাগাই
নীরবতার ভাঙা ভাঙা অভিমুখ জুড়ে গড়ে উঠি মৃত ছায়ার ফাটল জুড়ে নিঃস্ব অভিপ্রায়ে
ছেড়ে যায় স্মৃতিদিনে সমস্ত হাত অধিক শূন্যে
সূর্যের বিপরীতে নতুন করে চিনে নেওয়া মুখের অসহায় রেখায় অনিবার্য বিকেল ওঠে
সহজ হাওয়ায় পাতা আকাশমাটি জলে পিঠ উল্টে নিজেকে পোড়াই প্রতিক্ষণ মানুষের ভোজনকক্ষে,
দাঁড়িয়ে বাহুহীন
মুক্তির চোরা ধ্বনিস্রোতে নিষ্ক্রমণ এর কারাগার
পিষে যাই হৃদচাকায় নিশ্চুপ
অবয়বশূন্য ভিন্ন ভিন্ন আলোর উচ্চারণের ভেতর ঘরমুখী হাওয়ার সন্ধ্যা এসে ঘেরে দৃশ্যমুহূর্তে জলের জায়মান অন্ধকার
অনুভূতির গভীরে ছায়া নামে, শরীরমাটি ঈশ্বরের স্নিগধ ছায়া
অজানার কালোয় আজন্ম উড়ে গেছে নির্লিপ্ত পিছুটানহীন ধান্যরঙের পাখায় তৃতীয় নয়ন
স্পর্শে জড়িয়ে পুড়ে ওঠে নিজেকে হারিয়ে উদাস অপেক্ষার প্রাণকণা
অদেখা কান্না-বিষাদের ভুবনে ছিঁড়ে
ছড়িয়ে যায় জলঘাসের ঘুঙুর ,
আমি হেসে উঠি হো হো অতলচক্রে
অলক্ষ্যে ঘুঙুরের প্রতি দানায় দানায়।।
২ |
অসম্ভব দুলে ওঠে বিকেল ছায়ার গাছগুলো
অদূরে ধোঁয়া ওঠা সন্ধ্যার বাতাসে ঝুলছে সারি সারি পুতুলের শবদেহ
শাদা আলোর ভাপ জমে আছে ইটের পাঁজরের চারিধারে
ধূসরনীল ছবির আকাশে উড়ন্ত মেঘ সাদা ফ্রক খুলে ফেলে
অনাবৃত দেহ অনন্ত কৃষ্ণ গহ্বর
পুতুলশূন্য মুখ ফেটে বাতাসে ছড়িয়ে পড়ে অলৌকিক রাত্রি ।।
৩ |
আলোহীন চিলের স্বর্ণরেণু মেখে দৌড় চলে গেছে সফল রাতের অন্ধকারে নিমজ্জিত নেভা সূর্যমুখে
হাওয়ার ক্ষত নামে গুপ্ত সমুদ্রের চোখে নুনমাটি উৎসবমুখর কালের পুরানো ফেনায়
জানু পেতে ধ্বংসের ছায়ায় পরস্পর মুখের ভিতর সার বেঁধে শুয়ে থাকা উৎসব ভেসে যায় ভাসান খেলায় অসহায়
মোহের মতো সহস্র ফনায় বিদ্ধ করি তোমার মানুষপুতুলজন্ম ।।