প্যারাডক্স
…….. পায়ে পায়ে পরিমল ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ায়। গোঙানির আওয়াজ শুনে পীপ্ হোল দিয়ে দ্যাখে, একটি মেয়ের মুখ কাপড় দিয়ে বাঁধা, একটি ছেলে মেয়েটির পেটে ছুরি দিয়ে একের পর এক আঘাত করছে।
পরিমলের সারা শরীর ঘামছে। মুখ দিয়ে
‘গোঁ ‘ গোঁ ‘ শব্দ বেরোচ্ছে…!
এদিকে অণু চা নিয়ে এসে দ্যাখে পরিমল মুখে বই চাপা দিয়ে শুয়ে আছে, আর কেমন যেনো আওয়াজ করছে।
কাছে এসে ধাক্কা দিয়ে বলে, ______”এই! কি গো আবার স্বপ্ন দেখছ ? তোমায় না বলেছি, এইসব ছাই পাস গল্প পড়বে না।”
বলতে বলতে বাজারের ব্যাগটা হাতে ধরিয়ে অণু গজ গজ করতে করতে চলে গেল।
রাস্তায় হরলাল বাবুর সাথে দেখা।
উনি বললেন,” কি মশায় বাজার যাচ্ছেন নাকি, শুনেছেন? ”
পরিমল অবাক হয়ে বলে,” কি”??
______”আরে মশাই ! ওই কমপ্লেক্সের ফ্ল্যাটে কাল এক মার্ডার হয়েছে। একটি ছেলে একটি মেয়েকে ছুরি দিয়ে এমন আঘাত করেছে, মশাই কি বলবো! ওই দেখুন ! পুলিশের গাড়ি আসছে!
পরিমল নির্বাক দাড়িয়ে ! পুলিশের গাড়িটা পাশ দিয়ে হর্ন দিতে দিতে ধুলো উড়িয়ে চলে গেলো….…!