অনেক দিন আর কোন কিছু ভালো লাগছে না। জীবন টা যেন একঘেয়ে হয়ে গেছে। একটা খুব সুন্দর সকাল দেখতে ইচ্ছা করে। কেমন যেন একটা জেলখানার মত অবস্থা। এক নিশ্বাসে কথা গুলো বলে গেল বিভাস শঙ্কু কে। শঙ্কু বলল ঠিক ই বলেছিস,যা যাচ্ছে বছর খানেক ধরে। মনে হয় যেন বেঁচে আছি এই পর্যন্ত।
শঙ্কু কি ভেবেছি জানিস, বছর তো প্রায় শেষই হয়ে আসছে মানে বাংলা বর্ষের কথা বলছি। একটা নতুন বছর আসছে। মানে বৈশাখ মাস, আর ১লা বৈশাখ মানে বাঙ্গালীদের মনে এক নতুন উন্মাদনা।প্রান খুলে শুধু আনন্দ করব। খাওয়া দাওয়া গান বাজনা নতুন জামাকাপড় কি যে আনন্দ। ঠিক বলেছিস বিভাস, ঐ দিন একটা কিছু আয়োজন কর না। মানে সবাই কে নিয়ে ঐদিন একটা খাওয়া আড্ডা হইহুল্লর সারাদিন ধরে। একঘেয়ে জীবনে একটু নতুন জোয়ার আসবে।ঠিক আছে করবো, খুব ভালো আইডিয়া।
আজ ১লা বৈশাখ, বিভাস ওর বাড়ির ছাদে প্যান্ডেল করেছে। শঙ্কু কে বলে ওর বাড়ির সবাইকে নিয়ে এসেছে। বিভাস ওর বড়দি দের সবাইকে ডেকে এনেছে। শঙ্কু এসে বলল কি করছিস বিভাস! গান চলছে বিরাট প্যান্ডেল খাওয়া দাওয়ার আয়োজন। বিভাষ, বলেইছিলাম তো প্রান ভরে আনন্দ করবো।