বাতাসের প্রতি পরমানুতে শুধু বারুদের গন্ধ,
পরিযায়ী পাখিদের দল অন্যকোনো আস্তানায়।
বাক্-স্বাধীনতায় নেই স্বাধীনতা, সবার মুখ বন্ধ!
যোগ্যতা আজ অর্থের কাছে নিতান্তই নিরুপায়।
বোমা-বন্দুকের আতিথ্যে আজ জনগণ নিস্তব্ধ,
কৃষকের লাশের উপর হয় ভোটাভুটির উৎসব।
মনুষ্যত্ব-বিবেক কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ,
তাই দলিতদের উপর চলে পেশীশক্তির কলরব।
রবি আর নজরুল সম্প্রীতির বাঁধন ছিন্ন করে
নেমেছে রাস্তায় নিজের অধিকার বুঝে নিতে।
ভাইয়ের সাথে ভাই আজ যুদ্ধ করে আর মরে,
খুন-খারাপির উন্মত্ত খেলায় মৃত্যু যাবে জিতে।