|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় মনীষা কর বাগচী
by
·
Published
· Updated
মন খারাপ
আজ অনিমেষের মনটা বিশেষ ভালো নেই। সকাল থেকে একটা কথা বারবার ভুলে যেতে চাইছে কিন্তু কিছুতেই ভুলতে পারছে না। অন্য দিনের মতো আজও একটা লাল টুকটুকে সূর্য উঠেছে পূব আকাশ আলো করে। শীতল বাতাসে শিউলির ঘ্রাণ ম ম করছে। চড়ুই গুলো ব্যালকনীতে কিচিরমিচির করছে। অন্য দিন অনিমেষ ওদের খাবার দেয় জল দেয় আজ কিছুই দিল না। সূর্যের সোহাগ, শিউলির আদর, শীতল করা হাওয়া কিছুই ওর ভালো লাগছে না।
দশ বছর আগে ঠিক এই দিনটিতে কত ভালোবেসে কত আদরের সাথে টুকটুকে সুন্দর লক্ষ্মীপ্রতিমার মতো নতুন বউ মোহনাকে ঘরে তুলেছিল সে। সে কি ভালোবাসা ছিল দুজনের মধ্যে! একজন একজনকে ছেড়ে যেন এক মুহূর্তও থাকতে পারত না। খুব কষ্টে দুজন একে অপরকে ছেড়ে ডিউটিতে যেত।
কিন্তু কার যেন নজর লেগে গেল ওদের ভালোবাসায়। একটু সামান্য ভুলের জন্য মোহনা ওকে ছেড়ে চলে গেল। আজ পাঁচটি বছর ওর মোহনা ওর কাছে নেই। শুধু অপেক্ষা আর অপেক্ষা…
অনিমেষের খুব জানতে ইচ্ছে করে মোহনা কি সত্যিই তাকে ভুলে গেছে?????