|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় অঞ্জনা চট্টোপাধ্যায়
by
·
Published
· Updated
নীড়ের টানে
আজ পয়লা বৈশাখ। প্রতি বছর এই দিনেই অলঙ্কৃতা কোলকাতায় ফেরে। বছর কয়েক আগে চাকরির খাতিরে অলঙ্কৃতার স্বামী কৌনিশকে পাড়ি দিতে হয় মহারাষ্ট্রের পুনা শহরে। পুনায় নতুন করে ঘরসংসার পাতলেও অলঙ্কৃতার মন পড়ে থাকত কোলকাতার ছোট্ট নীড়ে।
ক্যাব এসে গিয়েছে। ওদের মুখ মাস্কে ঢাকা থাকলেও ক্যাব ড্রাইভার নিজের মাস্কটিকে গলার কাছে ঝুলিয়ে রেখেছে। ওরা পুনা থেকে আসছে জানার পর সে তাড়াতাড়ি মাস্কটিকে নাকের ওপর তুলে দিল।
অলঙ্কৃতার মনে পড়ল ওর ঠিকে-ঝি পূর্নিমার কথা। ওর মতো পূর্নিমাও প্রতি বছর এপ্রিল মাসে বাড়ি ফেরে। কিন্তু এবার ফেরার পর ওর যা হল…
সপ্তাহ খানেক আগে সপরিবারে গ্রামে পৌঁছেছিল পূর্নিমা। পুনা থেকে এসেছে শুনে করোনা আতঙ্কে দু’চার জন মোড়ল গোছের লোক বিধান দিল এখন দিন পনেরো গ্রামের শেষপ্রান্তের একটা স্কুলে কোয়ারান্টাইন থাকতে হবে ওদের।
ক্যাব এগিয়ে চলেছে গন্তব্যের দিকে। আর অলঙ্কৃতার মনে এখন ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, ওদের ফ্ল্যাটের ‘সফিস্টিকেটেড নেবার’রা আবার ভাইরাসের ভয়ে ওদের একঘরে করে দেবে না তো??