|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় আলোক মণ্ডল
by
·
Published
· Updated
নিরুত্তর
ডোন্ট বি সিলি!প্লীজ রিয়েলাইজ,ওয়ান ইজ এনাফ!
কৃষ্ণা বুঝতে পারেনা,শ্রীমন্তের এতো জেদ কেন! সঙ্গীহীন বাপন…তবু এ্যাবরেশন!
সারা দুপুর কৃষ্ণার মন জুড়ে জমাটি মেঘ! বাপন আর ওর বাবা মার্কেটিং থেকে এখন’ই ফিরবে।তার মধ্যেই ডিসিশন, কাল বাদে পরশু নারসিং হোমে!
-মাম্মি, লুক, ড্যাডি ধুতি-পাঞ্জাবি কিনেছে, আমার জন্যে পাঞ্জাবি-লেগিন্স আর তোমার জন্যে অফ-ওয়াইট! কী বিশ্রী! জাস্ট অ্যান ওল্ডওম্যান!
শ্রীমন্ত বলল,এগুলো কালকের জন্য! সোসাইটিতে সেলিব্রেশন!
কৃষ্ণা চুপ। নেড়েও দেখল না।
-ড্যাডি,মাম্মি কথা বলছে না কেন?
– মাই চাইল্ড,মাম্মি উইল লস হার ড্রিম,ডে আফটার টুমোরো! তুমি বুঝবেনা। গো!এনজয়!টুমোরো নিউ ইয়ার সেলিব্রেশন!
– হোয়াট্ ড্যাডি? টুমোরো ফরটিনথ এপ্রিল! নট ইয়েট ফার্স্ট জানুয়ারি, তো!
– টুমোরো পয়লা বৈশাখ।আমি তুমি মাম্মি সেলিব্রেট করব, মস্তি করব!
শ্রীমন্ত কলিং বেলের শব্দে নীচে গেল।
বাপন,মায়ের কাছে জানতে চাইল,মাম্মি “পয়লা বৈশাখ” মিনস? এটা কি কোন বার্থ ডে ?
নিরুত্তর কৃষ্ণা। কান্না চেপে বাপনকে জড়িয়ে বলল,জানি না বাবা,ওটা তোমার ড্যাডিকে জিজ্ঞাসা কোর!