• Uncategorized
  • 0

|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় সুমিতা চৌধুরী

ফসিল

বৃষ্টিভেজা সড়কটা শুয়ে আছে প্রাগৈতিহাসিক সরীসৃপের মতো । রাতচরা পাখিটা অজানা আশঙ্কায় ডানা ঝাপটাতে ঝাপটাতে এসে বসলো পোড়োবাড়িটার মাথায়। শহরটা কতোই না ছিল আলো ঝলমলে। সন্ধ্যা নামলে প্রতিটা বাড়িতে বেজে উঠতো আনন্দের কলরোল।প্রিয়জনের আগমনে মনের অলিন্দে বাজতো সুরবাহার । শহরে এক এক করে জ্বলে উঠতো সব বাতি। আলোর বন্যায় ভাসতো শহর , রাজপথ। সুখের মৌতাতে জমতো মজলিস । প্রাণের স্পন্দনে জমজমাট ছিল শহর । সুখ বসত করতো আনাচে-কানাচে । হঠাৎ এক বিষাক্ত বিষ বাতাসে হলো সব ছারখার। মৃত্যু থাবা বসালো তার হিংস্র দাঁত নখে। আনন্দ কলোরোলের জায়গায় বাতাসে মুখরিত হলো ভয়,শঙ্কা, ত্রাস আর মুহুর্মুহু প্রিয়জন হারানোর আর্তনাদ । আস্তে আস্তে এক এক করে সকল দ্বীপ গেল নিভে। জনমানবহীন প্রান্তরে পরিণত হলো রাজপথ । কোনো এক শয়তানের বিষ নজর যেন পড়েছিল এই সুখের রাজত্বে। তারই করাল গ্রাসে অস্তমিত হয়েছিল সুখনগরী। পরিণত হয়েছিল মৃত্যু উপত্যকায় । আজ এই শহর নিঝুম নিস্তব্ধ মৃত্যুপুরী। বাড়িগুলো সব হাড়জিরজিরে,পোড়ো, ফসিলসম।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।